মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ছয় মাসেই কোরআনে হাফেজ ৯ বছরের হোসাইন

Nasir Uddin | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৫

ছয় মাসেই কোরআনে হাফেজ হোসাইন

মাত্র ৬ মাসে পবিত্র গ্রন্থ আল-কুরআন হিফজ করে আলোড়ন সৃষ্টি করেছে ৯ বছরের বয়সী শিক্ষার্থী মো. হোসাইন আহমেদ। শিশু হোসাইন আহমেদ জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বড়কান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে। সে বড়কান্দা এলাকার দারুল কোরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। তার এ অর্জনে মাদরাসা কর্তৃপক্ষ জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাকে পাগড়ি প্রদান করে।

শিশু হোসাইন আহমেদের পরিবার ও মাদ্রাসার বরাত দিয়ে জানা গেছে, গ্রামের কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় রাজমিস্ত্রীর ঠিকাদার বাবা মামুন মিয়া স্বপ্ন দেখেন ছেলেকে পবিত্র কোরআনের হাফেজ বানাবেন। বাবার সে স্বপ্ন পূরণে বছরখানেক আগে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেন। কায়দা ও আমপারা শেখার পর মাত্র ছয় মাসেই পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে ৯ বছ বয়সী হোসাইন। তার অর্জনে খুশি বাবা ও তার পরিবারের সদস্যরা। আনন্দিত শিক্ষকেরাও।

এ বিষয়ে হোসাইন আহমেদের শিক্ষক হাফেজ মো. রিফাত হোসেন বলেন, হোসাইন আহমেদ খুব মেধাবী। সে আমাদের মাদরাসায় ভর্তি হয়েছে মাত্র এক বছর হলো। এরমধ্যে কায়দা, আমপারা ও নাজেরা শেষ করে ৬ মাসে কুরআনের হিফজ সম্পন্ন করেছে। অল্প সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছে সে।

মাদরাসা পরিচালক মাওলানা আব্দুল জব্বার বলেন, এক বছর আগেও হোসাইন বড়কান্দা আইডিয়াল স্কুল থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পরে তার বাবার স্বপ্ন ও ইচ্ছা পূরণে তাকে আমাদের মাদরাসায় ভর্তি করিয়ে দেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top