• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


১৫ নভেম্বর মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট: পাপন

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০, ১৬:৫৫

ছবি: নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক:

আগামী ১৫ নভেম্বর থেকে ৫ দল নিয়ে টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবারের টুর্নামেন্টে থাকছে না কোনও বিদেশি ক্রিকেটার। নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় খেলবেন সাকিব আল হাসান।

রোববার(২৫ অক্টোবর) রাতে প্রেসিডেন্টস কাপের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এবারের আসরে থাকবে স্পন্সর এবং দল গঠন করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট প্রেসিডেন্ট কাপ শতভাগ সফল। এতে ভর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনেও বিসিবি পুরোপুরি প্রস্তুত নাজমুল হাসান পাপন।

করোনা মহামারিতে যেখানে মাঠের খেলা ফেরানোই ছিল দায়, সেখানে ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। এরইমধ্যে সফলভাবে শেষ হয়েছে প্রেসিডেন্টস কাপ। এখন আরও একটা টুর্নামেন্টের অপেক্ষা। চূড়ান্ত হয়ে গেছে টি-টুয়েন্টি আসরেরও দিনক্ষণ।

এদিকে, এ মাসেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। খেলবেন টি টুয়েন্টি লিগ। আসর শুরুর আগেই ঢাকায় পা রাখবেন সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার।

এবারের লিগে বিদেশী ক্রিকেটার না থাকায় ক্রিকেটার বাছাই হবে প্লেয়ার্স বাই চয়েজ অথবা লটারির মাধ্যমে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top