• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিষেধাজ্ঞা শেষ: অবশেষে ২২ গজে ফিরছেন ‘সুপারম্যান’

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৬:২২

স্পোর্টস ডেস্ক:

২০১৯ সালের ২৯ অক্টোবর! সেদিন একটি বছরের জন্য ক্রিকেটের সূর্য অস্তমিত গিয়েছিলো সাকিবের জীবন থেকে। টানা ৩৬৫ দিন পর সাকিবের জীবনের সেই সূর্যের আজ উদয় হলো। শুধু কি সাকিব? তার মতো ভক্ত-অনুরাগীরা যেন এতদিন ছিলেন সেই সূর্যের আলো বঞ্চিত। সাকিব ‘দ্যা সুপার‍ম্যানের’ ফেরার মধ্যদিয়ে তাইতো জেগে উঠেছেন তারা। যেন নি:শ্বেষ হতে চলা প্রাণটা ফিরে পেয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সুপারম্যানের’ ফেরায় উচ্ছাস জানাচ্ছেন অনেকেই। উচ্ছসিত সতীর্থরাও।

সাকিবেরও ওপর আইসিসির নিষেধাজ্ঞা দেয়ার দিনে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছিলো এক বিষাদের কালো ছায়া। অবশেষে সেই কালো ছায়া সরে গিয়ে এখন মুক্ত সাকিব আল হাসান।

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও দোষ স্বীকার করে নেওয়ায় এক বছরের শাস্তি স্থগিত করে আইসিসি। ২৮ অক্টোবর সাকিবের শাস্তির মেয়াদ শেষ হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকে তিনি মুক্ত, সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি। ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থরা আবেগঘন পোস্টে স্বাগত জানিয়েছেন এই অলরাউন্ডারকে। মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার থেকে শুরু করে অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সাকিবকে।

সাকিবকে স্বাগত জানিয়েছেন সৌম্য। তিনি জানান, সাকিব ভাইয়ের ফেরার খবরে আমরা খুবই খুশি। গত একবছরে সাকিব ভাইকে অনেক মিস করেছি। যদিও সেভাবে ম্যাচ খেলা হয়নি, তারপরও মিস করেছি। কারণ জাতীয় দলে ঢোকার পর থেকে সাকিব ভাইয়ের সঙ্গে খেলে আসছি। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। যেখানেই খেলেছি, সাকিব ভাইকে মিস করেছি।

সাকিবকে স্বাগত জানিয়ে মোস্তাফিজুর রহমান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক সাকিব ভাই।’ পেসার আল আমিন লিখেছেন, ‘দ্য বস ইজ ব্যাক’। আরেক পেসার আবু জায়েদ রাহী আবার সাকিবের জার্সি নম্বর দিয়ে স্বাগত জানিয়েছেন, ‘ওয়েলকাম ব্যাক মিস্টার ৭৫।’

একই সঙ্গে স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ফেসবুক পেজে সাকিবকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘স্বাগতম সাকিব ভাই! আপনার সঙ্গে একই দলে খেলার জন্য আর অপেক্ষা করতে হবে না। আপনার মতো জীবন্ত একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া সত্যিই দুর্দান্ত সুযোগ। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনও অনেক কিছু শেখার বাকি আছে। আশা করি, আমরা দ্রুতই বাংলাদেশের হয়ে একসঙ্গে খেলতে পারবো।’

নাজমুল হাসান শান্ত বলেছেন, ‘আমি বিশ্বাস করি সাকিব ভাইকে আগের মতো করেই দেখবো। উনি যেভাবে এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, আমি আশা করি একইভাবে ফিরে আসতে পারবেন তিনি। উনি দলে থাকা মানে আমাদের শক্তি বেড়ে যাওয়া, হোক সেটা যে ফরম্যাটেই।’

পেসার তাসকিন আহমেদের পোস্টটাও একই, ‘আলহামদুল্লিলাহ, সাকিব ভাই আপনাকে স্বাগতম।’ সতীর্থ ইমরুল কায়েস অলরাউন্ডারকে নিয়ে আঞ্চলিক ভাষায় ইমরুল লিখেছেন, ‘এবার আইয়া পরো…।’

এছাড়া সাকিবের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিও তার ফেরার দিনে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে, ‘ইনশাল্লাহ, নবাব আবার শাসন করবে বিশ্ব ক্রিকেটে। সময়ের পরিক্রমায় সেই কষ্টও শেষ। আজ (বুধবার দিবাগত রাত ঠিক ১২টায়) আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশ ক্রিকেটের এর নায়ক সাকিব আল হাসান। ওয়েলকাম ব্যাক, সুপারম্যান।’

এনএফ৭১/আরাআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top