• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জেমস ফকনার কে আজীবন নিষিদ্ধ করেছে পিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২২, ২৩:৩৫

জেমস ফকনার কে আজীবন নিষিদ্ধ করেছে পিসিবি

কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলে চুক্তি অনুযায়ী পাওনা না পেয়ে পাকিস্তান সুপার লিগ ছেড়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেমস ফকনার। এক টুইট বার্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করে জানিয়েছেন বিস্তারিত।

বিষয়টিকে মিথ্যাচার ও ভিত্তিহীন আখ্যা দিয়ে আজীবন নিষিদ্ধ করেছে পিসিবি অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে পিএসএলের নিলামে ফকনারকে কোনোভাবেই অন্তর্ভুক্ত না করার। তার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন প্রতিনিধি হোটেলে ফকনারের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ শেষে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্ষোভে-দুঃখে তার ব্যাট, প্যাড ও হেলমেট ছুড়ে মারেন হোটেল লবির ফ্লোরে। এরপর দেশের বিমান ধরতে বেরিয়ে যান।

সেখান থেকে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ফকনার লিখেন, ‘আমি পাকিস্তানের সকল সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। তবে পিসিবির আমার চুক্তিকে সম্মান না জানানোয় আমি পিএসএলের শেষ দুই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছি। এই টুর্নামেন্টের বাকি ম্যাচ আর খেলবো না। এমন মাঝপথে ছেড়ে যেতে খারাপ লাগছে। কারণ, আমি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার পক্ষে কাজ করতে চেয়েছিলাম। এখানে তরুণ ও প্রতিভাবানদের অভাব নেই। আর সমর্থকরাও দারুণ। তবে পিসিবি এবং পিএসএল আমার সঙ্গে ন্যাক্কারজনক আচরণ করেছে। আশা করছি সকলে আমার অবস্থানটা বুঝবেন।’

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top