• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


দেরিতে সাকিবের বোলিং করার কারণ জানালেন স্পিন কোচ

শাকিল খান | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৩, ১৮:৫৩

সাকিব আল হাসান

সাকিব আল হাসানকে ৬৫ ওভার পর্যন্ত বোলিং করতে দেখা যায়নি। ব্যাপারটি বেশ অবাক করার মতোই। দলের সেরা বোলারকে রেখে অন্যরা বোলিং করছেন। বিশেষ করে যখন চতুর্থ উইকেটে ভালো জুটি গড়লেন হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্পার, তখনও তার বোলিংয়ে না আসা বেশ বিস্ময়ের জন্ম দেয়। এমনকি সাকিব বোলিংয়ে এলেও করেছেন মাত্র ৩ ওভার। এ নিয়ে গতকাল মিরপুর টেস্টের প্রথম দিন অনেক আলোচনার সৃষ্টি হয়।

যদিও সাকিব মাঠে শুরু থেকেই ছিলেন। বাংলাদেশের টেস্টের নেতৃত্বেও তিনি রয়েছেন। তবে মাঠে অনেকটা নিঃশ্চুপ থাকতে দেথা যায়।

এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তাইজুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তাইজুল বলেছিলেন, ‘আমাদের তেমন কোনো কারণ বলেননি। হয়তোবা আমাদের দিয়ে বেশি বোলিং করানোর ইচ্ছা ছিল। আমরা খারাপ করলে হয়তো তিনি আসতেন।’

বিশ্বসেরা অলরাউন্ডারের বিষয়ে আজ বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কথা বলেছেন। তিনি বলেন, ‘তাইজুল আর মিরাজ ভালো বোলিং করছিল। সাকিব আসলে ওদের দুজনের ছন্দে কোনো ব্যাঘাত ঘটাতে চাননি। সে কারণে ওদেরকে দিয়ে বোলিং করিয়েছেন।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top