• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


চেন্নাইকে জিতিয়ে প্লেয়ার অব দ্যা ম্যচ মোস্তাফিজ!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪, ১১:২০

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরু থেকেই আইপিএলে ভালো খেলেন তিনি।

এবার মহেন্দ্র সিং ধোনিদের দলে যোগ দিয়েই যেন আবার পুরোনো রূপে জ্বলে উঠলেন মোস্তাফিজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বল হাতে আগুন ঝড়িয়েছেন ‘কাটার মাস্টার’।

৪ ওভারে মাত্র ২৯ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তার শিকারে পরিণত হয়েছেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পতিদার ও ক্যামেরন গ্রিনদের মতো তারকা। চেন্নাই ম্যাচে টিকে থাকে তার বোলিংয়েই।

বিধ্বংসী এই পারফরম্যান্সে দুইটি পুরস্কার বগলদাবা করেছেন মোস্তাফিজ। ফ্যান্টাসি পয়েন্টে শীর্ষস্থান অর্জন করেন এই পেসার। ১৪৭ পয়েন্ট পেয়ে ফ্যানটাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হন তিনি। এছাড়া ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। দুইটি পুরস্কারের জন্য সমান ১ লাখ করে মোট ২ লাখ রুপি পেয়েছেন মোস্তাফিজ। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৬২ হাজার টাকারও বেশি।

গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান করে বেঙ্গালুরু। জবাব দিতে নেমে ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। এদিন বেঙ্গালুরুর হারানো ৬ উইকেটের মধ্যে চারটিই শিকার করেন মোস্তাফিজ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top