• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নারী আম্পায়ারিং বিতর্কের খোলাসা করলেন মুশফিক-মাহমুদউল্লাহ

রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫৮

ছবি: সংগৃহীত

নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না ক্রিকেটাররা। এমন উড়ো খবরে তোলপাড় দেশের ক্রিকেট। বেশ আলোচনা-সমালোচনাও হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

নারী আম্পায়ারের অধীনে ক্রিকেট খেলতে আপত্তি’র যে গুঞ্জন, সেটির সঙ্গে ক্রিকেটারদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলেছেন বিসিবির এই পরিচালক।

 
নারী আম্পায়ার নিয়ে সব বিতর্কের খোলাসা করেছেন জাতীয় দলে দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে মুশফিক বলেন, ‘আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি এবং কোনো আপত্তিও জানাইনি।
 
আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে তিনি আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন। এ জন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি।’
 
 
আমি, মুশফিকতামিম, আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন, আমরা এ রকম কিছু করার মানুষ নই। তারপরও কী চিন্তা করে এসব বলা হয়, বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’
 
 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top