অবিশ্বাস্য কামব্যাকে পিএসজির প্রথম সুপার কাপ জয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১০:৫৯

৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে টটেনহ্যাম, আর পিএসজিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না মাঠে কিন্তু শেষ মুহূর্তে যা হলো, তা একেবারেই সিনেমার মতো! ৩৯তম মিনিটে মিকি ফন দে ফেনের গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক রোমেরোর হেডে ২-০! তখন মনে হচ্ছিল ট্রফি লন্ডনেই যাচ্ছে। পিএসজি একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। কিন্তু ৮৫ মিনিটে লি কাং-ইনের নিচু শটে ম্যাচে ফেরে আশা। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেম্বেলের ক্রসে গন্সালো রামোসের হেড—২-২!
টাইব্রেকারে প্রথম শট মিস করেও বাকি চার শটে সফল পিএসজি। অন্যদিকে টটেনহ্যামের দুটি শট ব্যর্থ—ফলাফল ৪-৩!
প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জিতে ইতিহাস গড়ল প্যারিস সেন্ট জার্মেই—প্রথম ফরাসি ক্লাব হিসেবে এই ট্রফি তাদের ঘরে! নাটকীয় প্রত্যাবর্তন, সাহসী বদলি, আর ঠান্ডা মাথার টাইব্রেকার—পিএসজি দেখাল, ফুটবল শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ নয়!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।