বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ভারত-শ্রীলঙ্কায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

ছবি: সংগৃহীত

২০২৬ সালে বসছে টি–টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর! প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলংকা।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ম্যাচগুলো হবে ভারতের পাঁচটি এবং শ্রীলংকার দুটি ভেন্যুতে।

ফাইনালের ভেন্যু নিয়েও আছে চমক। আহমেদাবাদ ও কলম্বো—দুটি শহরই প্রস্তুত। তবে যদি পাকিস্তান ফাইনালে ওঠে, ম্যাচ হবে কলম্বোতে, নাহলে আহমেদাবাদেই বসবে মহারণ।

মোট ২০টি দল অংশ নেবে এই বিশ্বকাপে। ইতিমধ্যেই ১৫টি দলের জায়গা নিশ্চিত, বাকি ৫টি আসবে বাছাইপর্ব থেকে। আর সবচেয়ে বড় চমক—প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইতালি!

ফরম্যাট আগের মতোই: চার গ্রুপে ২০ দল, এরপর সুপার এইট, সেমিফাইনাল আর গ্র্যান্ড ফাইনাল।

ভারতে ২০২৬ সালের শুরুটা হবে একেবারে ক্রিকেট উৎসব—মেয়েদের আইপিএল, তারপর বিশ্বকাপ, আর মার্চ শেষে পুরুষদের আইপিএল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top