রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

৩ অ্যাসিস্ট মেসির! নিউ ইংল্যান্ডকে উড়িয়ে মায়ামির ৪-১ জয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫, ১৬:১৪

সংগৃহীত

গত ম্যাচের লজ্জাজনক পরাজয় ভুলে দুরন্ত প্রত্যাবর্তন ইন্টার মায়ামির! নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে কোচ মাচেরানোর দল, আর এই বিধ্বংসী জয়ের প্রধান কারিগর ছিলেন লিওনেল মেসি—তার নামের পাশে জ্বলজ্বল করছে তিনটি অ্যাসিস্ট!

আজ মেসিকে নামানো হয়েছিল ওয়াইড প্লেমেকারের ভূমিকায়, আর তাতেই তার সৃজনশীলতা আরও বিস্ফোরক হয়ে ওঠে। ৩২তম মিনিটে চোখ ধাঁধানো এক ‘নো-লুক’ থ্রু পাসে তাদেও আলেন্দেকে প্রথম গোলটি করান মেসি।

কয়েক সেকেন্ড পরেই তিনি করেন আরেকটি দুর্দান্ত অ্যাসিস্ট— চমৎকার এক ব্যাকহিলে জর্দি আলবার পা খুঁজে দিয়ে স্কোরলাইন ২-০ করেন। নিউ ইংল্যান্ড ২-১ করলেও, কিক-অফের পরপরই মেসি ভাসিয়ে দেন ডায়াগোনাল বল, যা ধরে আলেন্দে ব্যবধান ৩-১ করেন এবং কার্যত ম্যাচ শেষ করে দেন।

আলবা শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই ম্যাচে অবসরের ঘোষণা দেওয়া কিংবদন্তি বুসকেতস পেলেন দর্শকদের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন। এই জয়ের মাধ্যমে মেসির মৌসুমে গোল অবদান দাঁড়াল ৪১-এ। এক ম্যাচ হাতে রেখেই মায়ামি এখন ইস্ট কনফারেন্সে তৃতীয় স্থানে, প্লে-অফে ঘরের মাঠের সুবিধার জন্য জোরদার লড়াইয়ে তারা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top