বিশ্বের সবচেয়ে বাজে ফ্র্যাঞ্চাইজি লিগের তকমা পেল বিপিএল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৫
‘আইপিএল ও বিগব্যাশের পর সেরা লিগ বিপিএল’—এই মন্তব্যটি করার পরই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সে সময়ও শীর্ষ লিগগুলোর ধারেকাছেও ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরবর্তী সময়ে বিপিএলের মানের গ্রাফ আরও নিচের দিকে নেমেছে। এবার সেই অবনতির সঙ্গে যুক্ত হলো আরও এক লজ্জাজনক অধ্যায়।
আইসিসি স্বীকৃত বিশ্বের ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অবস্থান সর্বশেষ, অর্থাৎ দশম। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ ক্রিকেটবিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’।
বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করলেও জনপ্রিয়তা কিংবা মান—কোনো ক্ষেত্রেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বিপিএল। বরং সময়ের সঙ্গে সঙ্গে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও বিতর্কে জড়িয়ে পড়েছে দেশের একমাত্র এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক মূল্যায়নেও।
‘দ্য ক্রিকেটার’-এর করা ফ্র্যাঞ্চাইজি লিগ র্যাংকিংয়ে বিপিএলকে বিশ্বের সবচেয়ে তলানির লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চারটি মানদণ্ডের ভিত্তিতে এই র্যাংকিং প্রস্তুত করা হয়েছে। সেগুলো হলো— বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা, সামগ্রিক অবস্থান|
এই চার ক্যাটাগরির মধ্যে তিনটিতেই বিপিএলের অবস্থান দশম। কেবল গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ রয়েছে দশম স্থানে, সেখানে বিপিএলের অবস্থান নবম।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) কম রেটিং পেয়েছে।
‘দ্য ক্রিকেটার’-এর ভাষ্য অনুযায়ী, “সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট হলো এলপিএল ও বিপিএল, যেগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ জড়িয়ে আছে।”
বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সংস্কৃতিতে যেখানে প্রতিযোগিতা, পেশাদারিত্ব ও বিনোদনমূল্য বাড়ছে, সেখানে বিপিএলের এই অবস্থান দেশের ক্রিকেট প্রশাসনের জন্য বড় ধরনের সতর্কবার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।