'কালো পিচ দেখে ভেবেছিলাম আমার টিভি নষ্ট'
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৬:৪১

মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে পুরো সিরিজজুড়েই চলছে আলোচনা। স্পিনারদের জন্য বরাবরই সহায়ক মিরপুরের উইকেট এবার যেন একটু বেশিই সাহায্য করছে। সিরিজের মাঝপথে দুই দলই দলে নিয়েছে বাড়তি স্পিনার। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ভালো করলেও, ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেইন ছাপিয়ে গেছেন সবাইকে। শেষ ম্যাচে সুপার ওভারে বল হাতে ম্যাচ জেতানোয় নায়ক বনে গেছেন এই বাঁহাতি স্পিনার।
তবে সিরিজের প্রথম ম্যাচে স্কোয়াডেই ছিলেন না আকিল হোসেইন। তখন ওয়েস্ট ইন্ডিজ থেকেই খেলা দেখেছেন তিনি। প্রথমবার মিরপুরের কালো উইকেট দেখে বেশ অবাকই হয়েছিলেন তিনি। নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে আকিল বলেন,
‘না, আমি ম্যাচটা (শুরু থেকে) দেখছিলাম না। টিভি চালিয়েই ভাবলাম, টিভিটা নষ্ট হয়ে গেছে। পিচটা এত কালো! আমি ভাবছিলাম রঙ জ্বলে গেছে হয়তো। পরে বুঝলাম, না, এটা আসলেই কালো মাটি।’
প্রথম ম্যাচে না থাকা প্রসঙ্গে আকিল জানান, তিনি এসব নিয়ে ভাবেন না।
‘আমার মধ্যে ওইরকম কোনো চিন্তা আসেনি। যারা নির্বাচনের দায়িত্বে, সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ। আমি শুধু উপভোগ করতে চাই, যতটুকু পারি ভালো খেলতে চাই, বাকি সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিই।’
তবে মিরপুরের এমন স্পিন-বান্ধব উইকেট ক্রিকেটের জন্য আদৌ ভালো কি না—এমন প্রশ্নে রসিকতা করতে ভোলেননি আকিল হোসেইন।
‘আজ আমরা একটা রেকর্ড করলাম—৫০ ওভার স্পিনে! আপনি বলুন, দুনিয়ার কোথায় এমন দেখেছেন? দারুণ ম্যাচ ছিল, রোমাঞ্চকরও বটে, কিন্তু এইটুকুই বলব।’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।