সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

শ্রীনগরে টি-টোয়েন্টি লিগে ধস, আয়োজক পালিয়ে গেলেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৫:২৩

সংগৃহীত

ভারত শাসিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরে শুরু হওয়া ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) হঠাৎই থমকে যায়। প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন বিশ্বখ্যাত ক্রিকেটাররা, যেমন ক্রিস গেইল, জেসি রাইডার, থিসারা পেরেরা এবং টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই লিগের পরেই খেলোয়াড়রা জানেন, কারিগরি কারণে দিনের খেলা বাতিল হয়েছে। কিন্তু সমস্যার শেষ হয়নি। রোববার সকালে হোটেলে থাকা প্রায় ৪০ জন খেলোয়াড় ও কর্মকর্তা জানতে পারেন, আয়োজকরা আগের রাতেই হোটেল ছেড়ে পালিয়ে গেছেন। হোটেল কর্তৃপক্ষও জানায়, কোনো বিল পাওয়া যায়নি। ইংল্যান্ডের আম্পায়ার মেলিসা জুনিপার বলেন,

“হোটেল, খেলোয়াড়, আম্পায়ার—কাউকেই টাকা দেয়নি আয়োজকরা। এত দূরে এসে এমন অভিজ্ঞতা সত্যিই অন্যায়।”

দ্য রেসিডেন্সি হোটেলের এক কর্মকর্তা জানান, যুবা সোসাইটি প্রায় ১৫০টি কক্ষ বুক করেছিল খেলোয়াড়দের জন্য। প্রথম দিন থেকেই দর্শক উপস্থিতি না থাকা, স্পনসরদের পিছু হাটা এবং জার্সি ও আনুষ্ঠানিক চুক্তি না থাকা ইস্যুগুলো প্রকাশ পায়। ভারতের সাবেক অলরাউন্ডার পারভেজ রাসুল জানান, হোটেল থেকে বিদেশি খেলোয়াড়দের ছাড়তে সমস্যা হয়েছিল এবং ইংলিশ আম্পায়ারকে ব্রিটিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হয়।

স্থানীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এই আকস্মিক পরিসমাপ্তি হতবাক করার মতো। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত বড় আয়োজনের পেছনে আসলে কী ধরনের আর্থিক পরিকল্পনা ছিল।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top