বিপিএল থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল: এক যুগের অধ্যায়ের ইতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৭

সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে এক যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকতার প্রতীক ছিলেন তামিম ইকবাল। বিপিএলের সূচনা থেকে প্রতিটি আসরে ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য—ব্যাটিং, নেতৃত্ব, অভিজ্ঞতা—সবকিছু মিলিয়ে টুর্নামেন্টটির সঙ্গে তার নাম ছিল প্রায় সমার্থক। তবে এবার সেই তামিমই সরে দাঁড়ালেন বিপিএল থেকে।

রোববার (১৬ নভেম্বর) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম ক্রিকবাজকে তামিম নিশ্চিত করেছেন, আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে তিনি নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ড্রাফটে তাই থাকছে না তার নাম।

শাহরিয়ার নাফীসকে অনুরোধ পাঠানোর পর তামিম বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। আমি অনুরোধ করেছি যেন আমার নাম ড্রাফট থেকে সরিয়ে দেওয়া হয়।”

বিপিএলের জন্মলগ্ন থেকে নিরবচ্ছিন্ন যাত্রা

২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই অভিষেক হয় টুর্নামেন্টটির। সেই থেকে এখন পর্যন্ত প্রতিটি সংস্করণে খেলেছেন তামিম ইকবাল।

ব্যাট হাতে ধারাবাহিকতা, নেতৃত্বগুণ, দল গঠন ক্ষমতা—সবকিছুর সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন বিপিএলের অন্যতম সেরা পারফর্মার। বিশেষ করে ফরচুন বরিশালের টানা দুই শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ওপেনার।

কেন সরে দাঁড়ালেন তামিম?

তামিমের এই সিদ্ধান্ত আচমকা মনে হলেও প্রেক্ষাপটে তা খুব অপ্রত্যাশিত নয়।

১. স্বাস্থ্যগত কারণ

গত বছর মার্চে হৃদরোগজনিত সমস্যা দেখা দেওয়ার পর ক্রিকেট থেকে দীর্ঘ বিরতিতে যান তামিম। এরপর থেকেই পুনর্বাসন ও চিকিৎসার অংশ হিসেবে নিজেকে সীমিত করে আনছেন ধীরে ধীরে। এখনো তিনি শতভাগ ম্যাচ-রেডি নন, আর অতিরিক্ত চাপ নেওয়ার বিষয়ে সতর্কও।

২. বরিশাল ফ্র্যাঞ্চাইজির সরে দাঁড়ানো

যে ফরচুন বরিশালের হয়ে তামিম নিয়মিত খেলতেন, তারা এবার স্বল্প প্রস্তুতির কারণ দেখিয়ে বিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এটি তামিমের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দেয়।

৩. প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহ

শেষ কয়েক মাসে তামিম ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নিলেও পরে সরে দাঁড়ান। কারণ হিসেবে উল্লেখ করেছিলেন “সরকারি হস্তক্ষেপ”–এর অভিযোগ। ফলে বোঝা যায়, মাঠের বাইরের ভূমিকা নিয়েও ভাবছেন তিনি।

আগামীর পথ কোথায়?

৩৬ বছর বয়সী তামিম ইকবাল আবার কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন—এর পরিষ্কার উত্তর এখনো নেই। তবে বিপিএল থেকে সরে দাঁড়ানো মানেই একটি বড় অধ্যায়ের ইতি।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top