বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি ও নেদারল্যান্ডস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩৩
২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইয়ে সোমবার (১৭ নভেম্বর) রাতে দুর্দান্ত পারফরম্যান্সে টিকিট নিশ্চিত করেছে আরও দুটি দল—জার্মানি ও নেদারল্যান্ডস।
লাইপজিগে স্লোভাকিয়াকে ৬–০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে জায়গা পাকা করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে লিথুনিয়াকে ৪–০ ব্যবধানে হারিয়ে নিশ্চিতকরণ সেরেছে ডাচরাও।
গ্রুপ ‘এ’-এর ম্যাচে নিজেদের মাঠে স্লোভাকিয়াকে নিয়ে ছেলেখেলা করেছে জার্মানি। প্রথম হাফেই চার গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় তারা।
-
১৮’ — কিমিচের ক্রসে হেডে গোল করেন ওল্টেমাডে
-
২৯’ — জিন্যাব্রির গোল
-
৩৬’, ৪১’ — লিরয় সানের জোড়া গোল
বিরতির পরও থামেনি জার্মান আক্রমণ।
-
৬৭’ — বদলি হিসেবে নেমে তিন মিনিটের ব্যবধানে গোল করেন ডিফেন্ডার বাকু
-
৭৯’ — অভিষেক ম্যাচে গোল করে আলোচনায় ১৯ বছর বয়সি আসান ওউয়েদ্রাগো
এটি এবারের বাছাইপর্বে জার্মানির সবচেয়ে বড় জয়। হারলেও গ্রুপ রানার্স-আপ হয়ে প্লে-অফের সুযোগ পেয়েছে স্লোভাকিয়া।
গ্রুপ ‘জি’-এর ম্যাচে লিথুনিয়ার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই টিকতে দেয়নি ডাচরা।
জয়ের ফলে তারা সরাসরি জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে।
গোলদাতারা:
-
রেইন্ডার্স
-
গাকপো
-
সিমন্স
-
মালান
একই গ্রুপে পোল্যান্ড মাল্টাকে ৩–২ গোলে হারিয়ে গ্রুপ রানার্স–আপ হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।