সতীর্থদের চোখে ‘মিস্টার ক্রিকেট’ মুশফিক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:১৩
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় স্পর্শ করতে যাচ্ছেন ১০০ টেস্ট খেলার মাইলফলক। লাল বলের ক্রিকেটে এই বিশাল অর্জনের নায়ক মুশফিকুর রহিম। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে চড়াই-উতরাই পার করে এই পদে পৌঁছেছেন তিনি।
দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল বলেন, “মুশফিকের জন্য এটি এক বিশাল অর্জন। দীর্ঘ ক্যারিয়ার, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং ভিশন ছাড়া এতগুলো টেস্ট খেলা সম্ভব নয়। তিনি বড় রান করতে দেখেছি, কিন্তু কখনও ক্লান্ত দেখিনি।” তামিম আরও জানান, দেশের প্রতিটি ক্রিকেটপ্রেমী এই বিশেষ মুহূর্ত উদযাপন করবে।
বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক মুশফিককে ‘অতিমানবীয় পরিশ্রমী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “মাঝে মাঝে মনে হয় মুশফিক খুবই সুশৃঙ্খল জীবনযাপন করেন। তার মতো ক্রিকেটপ্রতি নিবেদিত প্রক্রিয়াশীল খেলোয়াড় বাংলাদেশ আর পাবে না।”
মুশফিকের প্রাথমিক কোচ ডেভ হোয়াটমোর বলেন, “২০০৭ সালের পরও মুশফিকের ক্যারিয়ার অনুসরণ করেছি। তার স্লগ-সুইপ কিংবদন্তিতুল্য।” চন্ডিকা হাথুরুসিংহে বলেন, “মুশফিকের প্রস্তুতি বিশ্বমানের। মিরপুর হোক বা বিদেশের মাটি, কখনও তার মান নিচে নামতে দেয় না।”
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন মুশফিককে তুলনা করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মাইক হাসির সঙ্গে। তিনি বলেন, “মুশফিক আমাদের ‘মিস্টার ক্রিকেট’, সত্যিকারের লিজেন্ড। শরীর বা মন থেমে যেতে চাইলেও তার অভিধানে ‘বিরতি’ শব্দ নেই।”
মুশফিকের এই অমর অধ্যায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি উজ্জ্বল মাইলফলক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।