ট্রাম্পের ডিনারে রোনালদো, পাশে সৌদি যুবরাজ সালমান!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৩
পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের এক বিশেষ নৈশভোজে যোগ দিয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক মঞ্চে দেখা গেল ফুটবল কিংবদন্তিকে।
ডিনারের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প মজা করে বলেন, রোনালদোর সঙ্গে ছেলে ব্যারন ট্রাম্পের পরিচয় করিয়ে দেওয়ায়, তার প্রতি ছেলের সম্মান বেড়ে গেছে! ট্রাম্প রোনালদো এবং তাঁর সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ধন্যবাদ জানান।
রোনালদোর এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি বর্তমানে সৌদি আরবের ফুটবলের মুখ। নৈশভোজটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরের সঙ্গে মিলে যাওয়াতে রোনালদোকে কেন্দ্র করে কূটনৈতিক আগ্রহ তৈরি হয়েছে।
ধর্ষণের অভিযোগের আইনি জটিলতার কারণে দীর্ঘদিন যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চললেও, ২০২৬ বিশ্বকাপের আগে তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৪০ বছর বয়সী রোনালদো এই মিলনমেলায় বিশ্ব শান্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন এবং ট্রাম্পকে ‘প্লেয়িং ফর পিস’ লেখা জার্সিও উপহার দিয়েছেন।
রোনালদো ছাড়াও এই নৈশভোজে ইলন মাস্ক, টিম কুক এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতো প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।