শততম টেস্টে মুশফিক ৯৯, বিশ্বরেকর্ড অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৪১
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়া দিন! নিজের শততম টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম দিনটা দারুণ দাপটে শেষ করেছে বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। মুশফিক ৯৯ রানে অপরাজিত আছেন, যা তাকে এনে দিয়েছে বিশ্বরেকর্ড গড়ার সুযোগ! আর মাত্র ১ রান করলেই শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের ১১তম ক্রিকেটার হবেন তিনি।
দিনটি ছিল জুটির গল্প। সাদমান ৩৫ ও জয় ৩৪ রানে ফিরলেও, মুশফিক ও মুমিনুল চতুর্থ উইকেটে যোগ করেন ১০৭ রান। মুমিনুল হক আউট হন ৬৩ রান করে।
দিনের বাকি সময়টা লিটন দাসকে সঙ্গে নিয়ে পার করেছেন মুশফিক। লিটনও ৪৭ রানে অপরাজিত থেকে হাফ সেঞ্চুরির অপেক্ষায়। আইরিশদের হয়ে অ্যান্ড ম্যাকব্রাইন একাই নিয়েছেন ৪টি উইকেট।
মুশফিকের ব্যাটে ভর করে বাংলাদেশ বড় সংগ্রহের পথে। আগামীকালই কি নতুন ইতিহাস লিখবেন মুশফিক? সেদিকেই চোখ ক্রিকেটপ্রেমীদের!
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।