বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

জামদানি শাড়ি ও শাপলার জৌলুস: মিস ইউনিভার্সে মিথিলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:২২

সংগৃহীত

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্স ২০২৫-এর জমজমাট আসর। আর এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা তাঁর জাতীয় পোশাক প্রদর্শনীতে ছড়িয়েছেন দেশের ঐতিহ্য ও রাজকীয় জৌলুস।

ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের চিরায়ত পোশাক— জামদানি শাড়ি। এই পোশাকের নাম দেওয়া হয়েছে 'দ্য কুইন অব বেঙ্গল'। এটি মোগল সম্রাট ও অভিজাত নারীদের জন্য বোনা রাজকীয় ঐতিহ্যের প্রতীক।

বিশেষ করে, মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের জাতীয় ফুল শাপলার নকশা। যা শান্তি, পবিত্রতা ও বাঙালি নারীর দৃঢ়তার প্রতীক। এই সম্পূর্ণ হাতে বোনা শাড়িটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ১২০ দিন।

শাড়ির পাশাপাশি তার জুয়েলারি ব্লাউজ এবং গয়নাতেও ছিল শাপলার দৃশ্যমান উপস্থিতি। সোনালি গয়নায় তুলে ধরা হয়েছে বাংলার অনুগ্রহ ও অদম্য শক্তি।

মিথিলার এই উপস্থাপন প্রমাণ করেছে, বাংলাদেশ শুধু সৌন্দর্য নয়, তার সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস ও কারুশিল্প দিয়েও বিশ্বকে মুগ্ধ করতে পারে। এখন অপেক্ষা ২১ নভেম্বরের, মিস ইউনিভার্স মুকুট কার মাথায় ওঠে তা দেখার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top