সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:১৩
হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও নেট রানরেটের সুবাদেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্সের ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও।
বুধবার (১৯ নভেম্বর) শ্রীলঙ্কাকে হারাতে পারলেই পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করার সুযোগ ছিল আকবর আলীর দলের সামনে। তবে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ১৫৩ রানে। ফলে ৬ রানে হারতে হয় ম্যাচটি।
শেষ ১৮ বলে ৩২ রান দরকার থাকলেও ব্যাটাররা শেষ মুহূর্তে প্রয়োজনীয় জুটি গড়তে পারেননি। ইয়াসির আলী রাব্বি ক্রিজে থাকলেও দলের জয় নিশ্চিত করতে ব্যর্থ হন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে। জাওয়াদ আবরার ও আকবর আলী করেন ২৫ করে রান। জিশান আলমের সংগ্রহ ১৭ এবং শেষ দিকে এসএম মেহরব যোগ করেন ১৬ রান। লঙ্কান বোলারদের মধ্যে অধিনায়ক দুনিত ভেল্লালেগে নেন সর্বোচ্চ ৩ উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫৯ রান তোলে শ্রীলঙ্কা।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান—তিন দলই সমান ৪ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করলেও নেট রানরেটে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। সবচেয়ে কম নেট রানরেট থাকায় বিদায় নিতে হয়েছে আফগানিস্তানকে।
সেমিফাইনাল সূচি:
বাংলাদেশ বনাম ভারত
শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।