কিংবদন্তিদের পাশে মুশফিক: ঐতিহাসিক সেঞ্চুরি
মুশফিকুর রহিম: বাংলাদেশের প্রথম 'শততম টেস্ট' হিরো
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৩:৫৭
দীর্ঘ ১৭ ঘণ্টার অপেক্ষা শেষে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ! মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। তিনি এই বিরল কীর্তি গড়া বিশ্বের একাদশতম ব্যাটার।
নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিক গড়লেন এক নতুন রেকর্ড—বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি এই এলিট ক্লাবে প্রবেশ করলেন। আগের মাইলফলক টেস্টগুলোতে (১ম, ৫০তম, ৭৫তম) বড় স্কোর করতে না পারার আক্ষেপ ঘুচিয়ে এবার তিনি নিজেকে 'অমর' করে রাখলেন।
মুশফিকের আগে এই কিংবদন্তি ক্লাবে ছিলেন মাত্র ১০ জন, যার মধ্যে কলিন ক্রাউড্রে, জাভেদ মিয়াদাঁদ, রিকি পন্টিং এবং জো রুটের মতো তারকারা রয়েছেন। পন্টিং আবার এই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। মুশফিকের এই ইনিংসটি ছিল ধৈর্যের প্রতিচ্ছবি, যেখানে তিনি অযথা ঝুঁকি না নিয়ে গাণিতিক ব্যাটিংয়ে মনোনিবেশ করেছিলেন।
২১২টি বল খেলে ১০৬ রানের এই ঐতিহাসিক ইনিংসটি টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মিস্টার ডিপেন্ডেবল এখন বিশ্ব ক্রিকেটের সেরাদের পাশে!
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।