আর ৭ মাস বাকি! মেসি বিশ্বকাপ পর্যন্ত খেলবেন ১৬ ম্যাচ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:১০
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র সাত মাসও বাকি নেই। এই মহাযজ্ঞের প্রস্তুতিতে জাতীয় দল, ক্লাব এবং খেলোয়াড়রা এখন শেষ মুহূর্তের পরিকল্পনা সাজাচ্ছেন। আর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা লিওনেল মেসির বিশ্বকাপ পর্যন্ত খেলার পথটা এখন একদম পরিষ্কার।
সম্ভাব্য ফাইনাল এবং অন্যান্য প্রস্তুতি ম্যাচগুলো বাদ দিলেও, বিশ্বকাপ শুরু হওয়ার আগে মেসি নিশ্চিতভাবে কমপক্ষে ১৬টি ম্যাচ খেলবেন। এর মধ্যে ১৫টি ইন্টার মায়ামির হয়ে এবং অন্তত একটি আর্জেন্টিনার হয়ে।
ইন্টার মায়ামির জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ঘটনা হবে ৪ এপ্রিল 'মায়ামি ফ্রিডম পার্ক'-এর উদ্বোধন। অস্টিনের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন স্টেডিয়ামের পথচলা শুরু হবে। এছাড়াও, ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মায়ামি খেলবে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে। তবে এপ্রিল মাসে কলোরাডো এবং উটাহ-এর মতো কঠিন অ্যাওয়ে ম্যাচগুলো মেসির জন্য বড় চ্যালেঞ্জ হবে।
অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে ২৩ থেকে ৩১ মার্চের মধ্যে স্পেনের বিপক্ষে হতে পারে ফাইনালিসিমা। আর ১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে জুনের প্রথম সপ্তাহে এক-দুটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ রাখার পরিকল্পনা আছে আর্জেন্টিনার।
এই বিপুল সংখ্যক ম্যাচ খেলার মধ্য দিয়েই আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারবেন। এখন তাঁর সব মনোযোগ অবশ্য কনফারেন্সের ফাইনাল এবং এমএলএস কাপের দিকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।