পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫০
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরে বিদায় হলো ব্রাজিলের। শ্বাসরুদ্ধকর টাইব্রেকার শেষে পর্তুগাল ৬-৫ ব্যবধানে জিতে ফাইনালে ওঠার পথে এগিয়ে যায়।
সোমবার (২৪ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। প্রথমার্ধে ব্রাজিল ৮টি শট নিলেও এবং পর্তুগাল ৬টি শট নেওয়ার পরও কোনো গোল হয়নি। ম্যাচের ৯০ মিনিট শেষে ফলাফল শূন্য থেকে শূন্য থাকায় রেফারি খেলাটি পেনাল্টি শুটআউটে নেন।
টাইব্রেকারের প্রথম পাঁচ শটে দুই দলই সমানভাবে গোল করে। এরপর গিয়ে ‘সাডেন ডেথ’ পর্বে, পর্তুগালের হোসে নেতো গোল নিশ্চিত করেন। ব্রাজিলের আঞ্জেলো শট নিতে ব্যর্থ হওয়ায় ম্যাচের ফলাফলে ফাইনালে পর্তুগালের জয় নিশ্চিত হয়।
পর্তুগাল এখন ফাইনালে অস্ট্রিয়ার সঙ্গে মুখোমুখি হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।