ওমরাহ পালনকালে দেশের জন্য দোয়া চাইলেন সাকিব
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:২৯
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও দেশকে ভুলে নেই জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষ ও দেশের জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন,
“আল্লাহ যেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিরাপদে রাখেন।”
সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবুধাবি টি-টেন লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকে স্কোয়াডে থাকলেও প্রথম তিন ম্যাচে একাদশে জায়গা পাননি এই অলরাউন্ডার।
তবে দলের সর্বশেষ ম্যাচে আজমান টাইটান্সের বিপক্ষে তাকে একাদশে নেয় রয়্যাল চ্যাম্পস। ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে তেমন প্রভাব ফেলতে পারেননি সাকিব। ম্যাচটিও হেরে মাঠ ছাড়ে তার দল।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারত সিরিজের পর আর মাঠে নামেননি সাকিব। এর মাঝেই ওমরাহ পালন ও দেশের প্রতি তার প্রার্থনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।