সুইজারল্যান্ডকে ৫ গোল দিল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:১০
যুব হকি বিশ্বকাপের আগে টানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলার পর এবার ইউরোপ সফরে যায় যুবারা। ২৮ অক্টোবর চূড়ান্ত দল নিয়ে সুইজারল্যান্ডে পৌঁছে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় দলটি।
সুইজারল্যান্ডে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। বুধবার (২৬ নভেম্বর) স্বাগতিক সুইজারল্যান্ডকে ৫-২ গোলে পরাজিত করে আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল-সবুজারা। দলের হয়ে গোল করেন আমিরুল (২), হুজিফা, রকি ও জয়।
ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মাদুরাইয়ে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের যুব হকি বিশ্বকাপ। এতে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
২৯ নভেম্বর: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ
৩০ নভেম্বর: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ
২ ডিসেম্বর: ফ্রান্সের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ
বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল:
মাহমুদ হাসান, আশরাফুল হক শাদ, মেহরাব হোসেন সামিন, রামিন হোসেন, এনাম শরীফ, মুন্না ইসলাম, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, দ্বীন ইসলাম, আশরাফুল আলম, মেহেদী হাসান, ইসমাইল হোসেন, আমিরুল ইসলাম, হুজিফা হোসেন, ওবায়দুল হোসেন জয়, তানভীর রহমান সিয়াম, রাকিবুল ইসলাম, আব্দুল্লাহ ও শহীদুর রহমান সাজু।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।