আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৪
টেস্টের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ হবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায়। শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় উদযাপন করে টাইগাররা এবার আইরিশদেরও বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে চাইছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস শামীম পাটোয়ারী না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি দল নির্বাচনের প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছেন। তবে লিটনের বিশ্বাস, ম্যাচে দলে কর্তৃত্ব দেখিয়ে জয় পাওয়াই প্রধান লক্ষ্য।
দলের টপ-অর্ডার ও বোলিং নিয়ে বেশি চিন্তার কিছু নেই, তবে মিডল অর্ডার নিয়ে টিম ম্যানেজমেন্ট এখনও ভাবছে। তাওহীদ হৃদয় ও জাকের আলী এখনও ছন্দে নেই, আর অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান দীর্ঘদিন বড় ইনিংস খেলতে পারেননি। দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনও সাম্প্রতিক সময়ে ফর্মে নেই।
বাংলাদেশের প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। দুই স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ একাদশে থাকতে পারেন। টপ অর্ডারে দলের ভরসা থাকবে সাইফ হাসান, লিটন দাস ও তানজিদ তামিমের ওপর।
সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।