বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

জামায়াতে যোগ দিচ্ছেন পাইলট?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৩৯

সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট জামায়াতে যোগ দিচ্ছেন—যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা তৈরি হয়।

দেশের এক গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে পাইলট এ বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ক্রীড়া অনুরাগী মানুষ। আমার বাবা জাতীয় ফুটবলার ছিলেন। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন, অধিনায়কত্বও করেছি। এখন বিসিবি পরিচালক হিসেবে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করছি। আপাতত আমার রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। সব রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমার কোনো রাজনৈতিক দলে যোগদানের প্রশ্নই আসে না। আমি রাজনীতি নিয়ে এখন ভাবছিও না।”

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের বক্তব্য থেকে স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তার জামায়াতে যোগদানের গুজব ভিত্তিহীন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top