বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:১৩

সংগৃহীত

আগামী বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) অনুষ্ঠিত হবে নিলাম পদ্ধতিতে দল গঠনের মাধ্যমে। এই নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় রয়েছেন বিশ্বব্যাপী পরিচিত টি-টোয়েন্টি তারকারা।

ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের আগে কমপক্ষে একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আর নিলাম থেকে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। মোট ৪ জন বিদেশিকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যয় করতে পারবে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

১৯ ডিসেম্বর থেকে শুরু বিপিএল ১২

বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর, ঢাকায়। আর আসরের ফাইনাল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আসন্ন বিপিএলের জন্য ৫০০ জনের বেশি বিদেশি খেলোয়াড় নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন, যার মধ্যে একজন ভারতীয় ক্রিকেটারও রয়েছেন।

বিদেশি ক্রিকেটার তালিকা (ক্যাটাগরি অনুযায়ী)

ক্যাটাগরি ‘এ’

জনসন চার্লস, কেসি কার্টি, মোহাম্মদ হাসনাইন, উসামা মির, অভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহিশ থিকশানা, মাথিশা পথিরানা, চারিথ আসালাঙ্কা, জর্জ ডাকরেল, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, লাহিরু কুমারা, অলি রবিনসন, টম হার্টলি, অ্যাডাম লিথ।

ক্যাটাগরি ‘বি’

সন্দীপ লামিচানে, আসিফ আলি, রিচার্ড এনগারাভা, ওশেন থমাস, হ্যারি টেক্টর, আলি খান, হাশমতুল্লাহ শাহিদি, ইসুরু উদানা, নাজিবউল্লাহ জাদরান।

ক্যাটাগরি ‘সি’

হায়দার আলি, শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার, পল স্টার্লিং।

ক্যাটাগরি ‘ডি’

উসমান কাদির, ব্রায়ান বেনেট, শেভন ড্যানিয়েল, বাসিল হামিদ, কলাম পার্কিনসন, সালিম শাফি, ব্র্যাড ইভান্স, মার্ক ওয়াট, জ্যাক হেইন্স।

ক্যাটাগরি ‘ই’

সাঙ্গিথ কোরায়, থানুকা দাবারে, জশুয়া বিশপ, কাদিম অ্যালেন, কেমানি মেলিয়াস, র‍্যান্সফোর্ড বিটন, আশমীদ নেড, আসদ রাজা, তৈয়ব আব্বাস, মুহাম্মদ জিশান, রুম্মান রইস, খলিল গুরবাজ, বাকার ইব্রাহিমজাই।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top