সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

শাকিব খান এবার ঢাকা ক্যাপিটালসের মালিক নন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৩

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানা হারিয়েছেন ঢালিউড অভিনেতা শাকিব খান।

গত বছর বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় যুক্ত ছিলেন শাকিব। সেবার তিনি দলের গ্যালারিতে উপস্থিতি দিয়ে দর্শক ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস সৃষ্টি করেছিলেন। তবে চলতি মৌসুমে তিনি আর দলের সঙ্গে নেই।

রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর রেডিসন হোটেলে বিপিএলের ক্রিকেটারদের নিলামের সময় জানা গেছে, এবার ঢাকা ক্যাপিটালসের মালিকানা চ্যাম্পিয়ন স্পোর্টসের হাতে। শাকিব খানের প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, তিনি আগেই রিমার্ক-হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে গেছেন এবং দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।

ঢাকা ক্যাপিটালস ছাড়াও এবারের বিপিএলে অংশ নিচ্ছে সিলেট টাইটান্স, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। ২০২৪ সালের বিপিএল originally ১৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল, তবে তা এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে। ফাইনাল ম্যাচ হবে ২৩ জানুয়ারি।

এদিকে, শাকিব খান বর্তমানে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top