সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল:

প্যারাগুয়েকে ৭-০ গোলে উড়িয়ে দিলো বুয়েনস এইরেসে

বুয়েনস এইরেস, আর্জেন্টিনা: | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭

ছবি: সংগৃহীত

এজেইজায় অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্যারাগুয়েকে ৭-০ গোলে পরাজিত করেছে। এই জয়ে দলটি ২০২৬ সালের দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের তৃতীয় ধাপের প্রস্তুতি সম্পন্ন করেছে।

ব্রাজিলের গোল তালিকায় নাম লিখেছেন তায়না সান্তোস, কারিওকা, ভিতোরিনহা, দুদিনহা, আদ্রিয়েলি, জুলিয়া মার্তিন্স এবং এভেলিন।

ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল করেন তায়না সান্তোস। ক্লারিনহার নেওয়া কর্নার থেকে আলতো স্পর্শে বলটি প্যারাগুয়ের গোলরক্ষককে পরাস্ত করে জালে যায়।

৩০ মিনিটে দ্বিতীয় গোল আসে কারিওকার কাছ থেকে, ভিতোরিনহার ক্রসে বল পেয়ে তিনি জোরালো শটে জাল কাঁপান। এর কিছুক্ষণ পর ভিতোরিনহা এবং দুদিনহার দারুণ পাস বিনিময়ের পর তৃতীয় গোলটি আসে।

৩৬ মিনিটে দুদিনহা চিপ শট দিয়ে চতুর্থ গোল নিশ্চিত করেন। প্রথমার্ধের শেষ দিকে (৪২ মিনিটে) আদ্রিয়েলি দুর্দান্ত দূরপাল্লার শটে গোল করেন, ফলে বিরতির আগে স্কোরলাইন দাঁড়ায় ৫-০।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও দুই গোল যোগ করে। ১৫ মিনিটে জুলিয়া মার্তিন্স এবং ১৯ মিনিটে এভেলিন দলকে বিজয় নিশ্চিত করেন, ফলে চূড়ান্ত স্কোর দাঁড়ায় ৭-০।

ব্রাজিলের এই আক্রমণাত্মক প্রদর্শন আগামী চ্যাম্পিয়নশিপের জন্য দলের আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top