অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস
২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপার দাবিদারদের তালিকা প্রকাশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ড্র আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এবার দলসংখ্যা ৩২ থেকে বৃদ্ধি পেয়ে ৪৮ হয়েছে এবং মোট ম্যাচের সংখ্যা ৬৪ থেকে ১০৪-এ উন্নীত হয়েছে। বর্তমানে এখনও ৬টি স্পট ফাঁকা—চারটি ইউরোপীয় প্লে-অফ এবং দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে আসবে।
অপটা সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী শিরোপার দাবিদাররা হলো:
-
স্পেন: ১৭.০%
টানা ৩১ প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত (২৫ জয়, ৬ ড্র), যা ভিসেন্তে দেল বস্কের রেকর্ড ছাড়িয়ে গেছে। -
ফ্রান্স: ১৪.১%
কিলিয়ান এমবাপ্পে এবার প্রথমবারের মতো ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপে অংশ নেবেন। -
ইংল্যান্ড: ১১.৮%
নতুন তারকা এলিয়ট অ্যান্ডারসন ও ডিক্লান রাইসের নেতৃত্বে মিডফিল্ডে শক্তি যোগ করেছে দল। -
আর্জেন্টিনা: ৮.৭%
লিওনেল মেসির সামনে এবার এমন কিছু করার সুযোগ রয়েছে যা ম্যারাডোনাও পারেননি—দ্বিতীয় বিশ্বকাপ জয়। -
জার্মানি: ৭.১%
কোচ জুলিয়ান নাগেলসম্যানকে গোলকিপার ও মিডফিল্ডে নতুন সমাধান খুঁজতে হচ্ছে। -
পর্তুগাল: ৬.৬%
ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপে অংশগ্রহণে নিশ্চিত, এবং তার সাথে দলে রয়েছে পিএসজির ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্ডেস ও অভিজ্ঞ খেলোয়াড়েরা। -
ব্রাজিল: ৫.৬%
প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া এই দলটি এবারের বাছাইপর্বে কিছুটা হোঁচট খেয়েছে। -
নেদারল্যান্ডস: ৫.২%
দলটি কখনো বিশ্বকাপ জিততে পারেনি, তবে ইউরো ২০২৪-এ সেমিফাইনালে পৌঁছেছে।
অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী স্পেন শিরোপার সবচেয়ে বড় দাবিদার, তবে ফ্রান্স, ইংল্যান্ড ও আর্জেন্টিনার সুযোগও কম নয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।