বিপিএল শুরু ২৬ ডিসেম্বর: সিলেটের পর চট্টগ্রাম, মিরপুরে ফাইনাল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০
ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান! বিপিএলের দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার ভাঙছে পুরনো ধারা। ঢাকা নয়, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স।
প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এবার ঢাকার বাইরের ব্যাটিং-বান্ধব উইকেটগুলোতে তুলনামূলক বেশি ম্যাচ রাখা হয়েছে।
প্রাথমিক পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
সিলেটের ছয় দিনের খেলা শেষে ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। প্রাথমিক পর্ব শেষে ১৯ জানুয়ারি থেকে প্লে-অফের লড়াই শুরু হবে মিরপুরে। প্লে-অফ ও ফাইনাল—সবকিছুর জন্যই রয়েছে রিজার্ভ ডে। দলগুলো এখন প্রস্তুত উত্তাপ ছড়ানোর!
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।