স্পেনকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫
ফিলস্পোর্টস অ্যারেনায় দারুণ উত্তেজনার মধ্যেই প্রথম নারী ফুটসাল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল। শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালে ইউরোপের শক্তিশালী দল স্পেনকে ৪-১ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখানো ব্রাজিল জায়গা করে নিল শিরোপা লড়াইয়ে।
শনিবার (৬ ডিসেম্বর) ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পর্তুগাল, যারা অন্য সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েছে।
ম্যাচ শুরুর মাত্র এক মিনিটের মাথায় স্পেনের ভুল পাসের সুবিধা নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন আনা লুইজা। ঠিক ১১ সেকেন্ড পর আবারো প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে গোল করেন আমানদিনহা। দুই গোলের ধাক্কায় স্পেন সামলে ওঠার আগেই ব্রাজিল নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুরো ম্যাচের।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে পিভট পজিশনে বল ধরে নাতালিনহার পাস থেকে দুর্দান্ত এক শটে গোল করেন দেবোরা ভানিন। ব্যবধান দাঁড়ায় ৩-০। যদিও এরপর আলে দে পাজের গোলে একটি সান্ত্বনাসূচক গোল পায় স্পেন, তবে সেটি কেবল পরিসংখ্যানই পরিবর্তন করতে পেরেছে।
শেষ মুহূর্তে লুয়ানার করা আরেকটি গোল ব্রাজিলকে ৪-১ ব্যবধানে নিশ্চিত জয়ের পথে নিয়ে যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।