ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের পূর্ণাঙ্গ ম্যাচসূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮
ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০২৬ সালের আসন্ন বিশ্বকাপের পূর্ণাঙ্গ ম্যাচসূচি প্রকাশ করেছে। এর মাধ্যমে জানা গেল কোন দিনে কোন ভেন্যুতে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচ হবে ১১ জুন, যেখানে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।
পঞ্চবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ পর্বের সূচিও প্রকাশ করা হয়েছে। তাদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুন, বাংলাদেশ সময় ভোর ৪টায়, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো। দ্বিতীয় ম্যাচে তারা খেলবে হাইতির বিরুদ্ধে, ২০ জুন, ভোর ৪টায় বোস্টনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুন মায়ামিতে, স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
ব্রাজিল ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দল। যদিও কনমেবল বাছাই পর্বে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে ছিল দলটি, তবু বিশ্বকাপে সমর্থকদের চমকে দেওয়ার মতো পারফরম্যান্স দেখানোর পরিকল্পনা নিয়েছে সেলেসাওরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।