শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

কলকাতায় পা রাখলেন মেসি, ভোররাতে বিমানবন্দরে জনসমুদ্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫

ছবি: সংগৃহীত

ফুটবলের শহর কলকাতা আবারও সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন।

শনিবার গভীর রাতে মায়ামি থেকে দুবাই হয়ে কলকাতায় পৌঁছান মেসি। বিমানবন্দরের বাইরে হাজার হাজার ফুটবলপ্রেমী তাদের প্রিয় তারকা দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। কেউ আর্জেন্টিনার পতাকা হাতে নেন, কেউবা মেসির নাম ধরে স্লোগান দিতে থাকেন।

ভক্তদের ঢল সামাল দিতে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। কিছু উত্তেজনা ছড়িয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সফরের আয়োজক শতদ্রু দত্ত জানান, মেসির ভারতে আগমন কেবল একটি ইভেন্ট নয়, এটি ভারতীয় ফুটবলের আবেগের পুনর্জাগরণ। তিনি বলেন, “এই সফরের মাধ্যমে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ নতুন করে বাড়ছে এবং ভারতীয় ফুটবল এখন আগের চেয়ে বেশি সমর্থন পাচ্ছে।”

মেসির কলকাতা সফরের সূচি ছিল ব্যস্ত। সকালে তিনি একটি ব্যক্তিগত সাক্ষাৎ পর্বে অংশ নেন এবং শহরের ফুটবলপ্রেমের প্রতীক হিসেবে নিজের নামে নির্মিত ভাস্কর্য উদ্বোধন করেন। সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশ নিয়ে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন।

ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে ইভেন্টে প্রবেশের সুযোগ দেওয়া হয়। প্রায় ৪,৫০০ রুপি থেকে শুরু হওয়া টিকিটের চাহিদা আকাশছোঁয়া ছিল এবং অল্প সময়ের মধ্যেই অধিকাংশ বিক্রি হয়ে যায়, যা মেসির জনপ্রিয়তার প্রমাণ বহন করে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top