চেনা রূপে সাকিব: বল ও ব্যাটে জয়ে ফিরল এমআই এমিরেটস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:১৮
প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ থাকার পর আইএল টি-টোয়েন্টিতে স্বরূপে ফিরলেন সাকিব আল হাসান! দুর্দান্ত বোলিং আর অপরাজিত ব্যাটে এমআই এমিরেটসকে এনে দিলেন দাপুটে জয়।
দুবাইয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে আজ ৪ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে সাকিব নিয়েছেন ২টি উইকেট। সাকিবের ২৪টি বলের একটিতেও কোনো চার বা ছক্কা মারতে পারেননি ব্যাটাররা!
নিজের প্রথম উইকেটে পাকিস্তানি তারকাকে স্টাম্পড করার পর, দ্বিতীয় উইকেটে স্যাম কারেনের ফিরতি ক্যাচ তালুবন্দি করেন সাকিব নিজেই। তার এই কিপটে বোলিংয়ে ভাইপার্স আটকে যায় মাত্র ১২৪ রানে।
রান তাড়ায় নেমে যখন উইকেট হারাচ্ছিল এমিরেটস, তখন ব্যাট হাতেও হাল ধরেন সাকিব। ১৭ রানে অপরাজিত থেকে ১৫ বল বাকি থাকতেই নিশ্চিত করেন দলের ৪ উইকেটের জয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।