বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে বড় লোকসানের পথে ঠেলে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৪:৪১

ছবি: সংগৃহীত

যৌক্তিক কোনো কারণ ছাড়াই বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অভিযোগ উঠেছে, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির কাছে নতিস্বীকার করেই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। এর ফলে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার প্রকাশ্যে এসেছে।

ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতের মাটিতে খেলার কথা ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই রাখা হয়েছিল ভারতে। তবে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, তারা ভারতে দল পাঠাবে না।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বিসিবি। ইমেইলের মাধ্যমে পাঠানো এই আবেদনে আইসিসি ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে। ফলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে এবং একটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ভাষা ও সংস্কৃতিগত মিলের কারণে কলকাতায় বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে উপচে পড়া ভিড়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ইডেন গার্ডেনসে দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৩ হাজার এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রায় ৩৩ হাজার। সব মিলিয়ে বাংলাদেশের চারটি ম্যাচে আনুমানিক ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রির সম্ভাবনা ছিল।

আইসিসির নিয়ম অনুযায়ী, টিকিটের মালিকানা আইসিসি বিজনেস করপোরেশনের হাতে থাকলেও আয়োজক হিসেবে বিসিসিআই একটি বড় অংশ পেয়ে থাকে। বাংলাদেশের ম্যাচগুলো না হওয়ায় শুধুমাত্র টিকিট বিক্রি থেকেই ভারতের সম্ভাব্য লোকসান হতে পারে প্রায় ৭ থেকে ৩০ কোটি টাকা।

ভারতের বড় লোকসান হবে ম্যাচ-ডে সারপ্লাস, স্থানীয় স্পনসরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড বা ভিআইপি বক্স খাত থেকে। বাংলাদেশের ম্যাচ বাতিল হওয়ায় এই তিনটি খাত থেকেই বিসিসিআই কোনো আয় করতে পারবে না।

বাংলাদেশের ম্যাচকে ঘিরে বিপুলসংখ্যক বাংলাদেশি দর্শকের ভারতে ভ্রমণের সম্ভাবনা ছিল। বিশেষ করে কলকাতায় ম্যাচ হওয়ায় পর্যটন খাত থেকেও বড় অঙ্কের আয় হওয়ার সুযোগ ছিল ভারতের। ম্যাচ স্থানান্তরের ফলে সেই সম্ভাবনাও এখন বাতিল।

অন্যদিকে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ফলে আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনবে না কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান। এখান থেকেও ভারতকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

সব দিক বিবেচনায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইয়ের জন্য বড় ধরনের আর্থিক ও কূটনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top