বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

বিসিসিআইয়ের শীর্ষ সিদ্ধান্তে আইপিএল স্কোয়াড থেকে বাদ মোস্তাফিজ, আলোচনার বাইরে ছিল গভর্নিং কাউন্সিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৪:৫৫

ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে নেওয়া হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গেও কোনো আলোচনা হয়নি। এমনকি সংশ্লিষ্ট বোর্ড সদস্যদের পরামর্শও নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন,

“আমরা মিডিয়া থেকেই এই সিদ্ধান্তের কথা জেনেছি। এ নিয়ে কোনো বৈঠক হয়নি, আমাদের কাছ থেকেও কোনো মতামত নেওয়া হয়নি।”

প্রতিবেদনে আরও বলা হয়, মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি বিসিসিআইয়ের একেবারে শীর্ষ পর্যায় থেকে নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত গ্রহণের আগে বোর্ড সভা ডাকা হয়েছিল কি না কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছিল কি না—এমন প্রশ্নের কোনো উত্তর দেননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

এর আগে গত ৩ জানুয়ারি ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে দেবজিৎ সাইকিয়া বলেন,

“সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে খেলোয়াড় বদলের অনুমতিও দেওয়া হবে।”

এদিকে বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বিসিবি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top