বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাংলাদেশের জন্য দুঃসংবাদ দিলেন আইসিসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:১০

সংগৃহীত

বাংলাদেশ ভারতে গিয়ে না খেললে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় এ বিষয়ে ভোটাভুটি হয়। তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মত জানাতে এক দিনের সময় দিয়েছে আইসিসি।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আগে থেকেই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানায়। এরপর বিষয়টি আইসিসির বোর্ডসভায় তোলা হলে ভোটের মাধ্যমে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে সম্মত হয়, তাহলে সেই সিদ্ধান্ত আর কার্যকর হবে না।

ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়াসহ বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইসিসির পক্ষ থেকে সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার সভায় অংশ নেন।

বাংলাদেশ ভারতে গিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top