স্যামসাং শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে টানা ষষ্ঠবার: এআই উদ্ভাবনে আন্তর্জাতিক স্বীকৃতি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, ১৬:৩২
বিশ্ববিখ্যাত ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ড প্রকাশিত নতুন তালিকায় বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে স্থান করে নিয়েছে অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ও স্যামসাং। বিশেষভাবে উল্লেখযোগ্য, টানা ষষ্ঠবার এই তালিকায় নিজের অবস্থান নিশ্চিত করেছে স্যামসাং।
স্যামসাং ব্র্যান্ডের বর্তমান মূল্যমান ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। ২০২০ সাল থেকে এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে তারা বৈশ্বিক শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে টিকে আছে। ইন্টারব্র্যান্ডের বিশ্লেষণে বলা হয়েছে, ব্র্যান্ডটির এই সফলতার পেছনে মূল কারণ হলো ব্যবসার সব ইউনিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নির্ভর উদ্ভাবনে গুরুত্ব দেয়া।
স্যামসাং “ইনোভেশন ফর অল” লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য সহজলভ্য এবং ব্যবহারবান্ধব এআই-চালিত ডিভাইস তৈরিতে কাজ করে যাচ্ছে। বিশেষভাবে কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে প্রতিটি পণ্যের ধরন অনুযায়ী এআই প্রযুক্তি প্রয়োগ করে তারা বাজারে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
টিভি খাতে ভিশন এআই ব্যবহার করে ব্যবহারকারীর জন্য পার্সোনালাইজড ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করছে। রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও অন্যান্য পণ্যের ক্ষেত্রেও উন্নত এআই সক্ষমতার মাধ্যমে বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। বিস্পোক এআই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, উন্নত পারফরম্যান্স এবং নান্দনিক ডিজাইন নিশ্চিত করা হচ্ছে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের পরিচালক ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “আমরা বাংলাদেশি ক্রেতাদের জন্য অত্যাধুনিক এআই প্রযুক্তি পৌঁছে দিতে এবং নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে ডিজিটাল চাহিদা পূরণে কাজ করছি। এতে আধুনিক প্রযুক্তি সহজলভ্য ও অর্থবহ হচ্ছে।”
জানা গেছে, চলতি বছর স্যামসাং ৪০ কোটি ডিভাইসে এআই প্রযুক্তি সংযুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে, যা এই উদ্ভাবনকে আরও বৃহৎ ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবে।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।