বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ক্লোন, অবৈধ আমদানি ও চোরাচালানকৃত ফোন বন্ধে সরকারের সিদ্ধান্ত: ফয়েজ আহমদ তৈয়্যব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:১২

সংগৃহীত

ক্লোন করা, অবৈধভাবে আমদানি ও চোরাচালানকৃত মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার—এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ ফোনের সঙ্গে সিমের ভুল রেজিস্ট্রেশন, এমএলএম প্রতারণা, অনলাইন জুয়া, স্ক্যামিং, মোবাইল ফাইন্যান্সিং অপরাধ, চোরাচালান, শুল্ক ফাঁকি, প্যাটেন্ট লঙ্ঘনসহ বহু ধরনের অপরাধ জড়িত। এসব কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনীতি এবং ডিজিটাল সেক্টরের শৃঙ্খলার জন্য অবৈধ ফোন বন্ধ করা জরুরি।

তিনি জানান, লাখ লাখ ফোন একই আইএমইআই ক্লোন করে দেশে ঢোকানো হচ্ছে। এনইআইআর সিস্টেম বন্ধে চক্রগুলো সক্রিয় হলেও সরকার কঠোর অবস্থানে রয়েছে। “এখানে কোনো ছাড় দেওয়া হবে না,” উল্লেখ করেন তিনি।

ফয়েজ আহমদ জানান, বিটিআরসিতে বৈঠক চলছে এবং বৈধ ফোনের দাম কমাতে এনবিআরের কাছে আমদানি শুল্ক কমানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দেশীয় উৎপাদকদের ফোনের দাম কমানোর অনুরোধও জানানো হয়েছে।

তিনি বলেন, বিদেশ থেকে নিয়ম মেনে আনা ফোন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করা হচ্ছে। ১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন অ্যাকটিভ থাকবে, সেগুলো বৈধ হিসেবে নিবন্ধিত হবে। প্রবাসীরাও নিয়ম মেনে এক বা দুইটি ফোন ফ্রি আনতে পারবেন, দুইটির বেশি হলে এনবিআরের নিয়ম অনুযায়ী ফি দিতে হবে।

সিম রেজিস্ট্রেশন বিষয়ে তিনি বলেন, নিজের নামে রেজিস্টার্ড সিম যদি নন-ক্লোন ফোনে ব্যবহৃত হয়, তাতে কোনো ঝামেলা নেই।

শেষে তিনি স্পষ্ট করে বলেন, “আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top