দুপুরেই ঝড়ের আশঙ্কা: ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়ো হাওয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১২:১৭

বাংলাদেশের আকাশে আবারও দুর্যোগের পূর্বাভাস। দুপুরের মধ্যেই দেশের সাতটি অঞ্চলে বয়ে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। আবহাওয়াবিদরা সতর্ক করছেন—আজ বুধবার, ২ জুলাই, দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে শুরু হতে পারে ঝড়ো হাওয়া, যার গতি ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। শুধু শহরেই নয়—এই ঝড়ো আবহাওয়া প্রভাব ফেলতে পারে নদীবন্দরগুলোতেও। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
যারা জলপথে চলাচল করছেন, বিশেষ করে নৌযান চালক ও যাত্রীদের প্রতি অনুরোধ—প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত থেকে বিরত থাকুন।
এই মুহূর্তে জরুরি—খোলা জায়গায় অবস্থান এড়িয়ে চলুন। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার, ধাতব বস্তু বা গাছপালা থেকে দূরে থাকুন। এবং অবশ্যই—বিশ্বস্ত আবহাওয়া আপডেট চোখে রাখুন। মনে রাখবেন, সতর্কতাই বাঁচাতে পারে জীবন। প্রকৃতির এই রুদ্ররূপ মোকাবিলায়, আপনি–আমি সবাই হতে পারি সচেতন সৈনিক।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।