বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

এক মাসে তিনবার ভূমিকম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬

ছবি: সংগৃহীত

সাত দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুরে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, চলতি মাসে এটি দেশের মধ্যে তৃতীয় ভূমিকম্প।

এর আগে, ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার প্রভাবে বাংলাদেশেও কম্পন অনুভূত হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেটের ছাতক এলাকায় রিখটার স্কেলে ৪ মাত্রার কম্পন ঘটেছিল।

বাংলাদেশ ভূকম্পপ্রবণ দেশ হিসেবে দীর্ঘদিন ধরে ঝুঁকিতে রয়েছে। প্রতিবছর দেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক ভূমিকম্প হয়, যা ঢাকাসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরেই উৎপত্তিস্থলসহ ভূমিকম্পের সংখ্যা বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ১২৬টি ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মধ্যে ১৮টি দেশের অভ্যন্তরেই উৎপত্তিস্থল ছিল।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবীর বলেন, “গত দুই মাসে দেশে ছয়টি ভূমিকম্প ঘটেছে। এ অঞ্চল সিসমিক্যালি অ্যাক্টিভ, তাই যে কোনো সময় কম বা বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top