সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫ হাজারের বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু ৫ হাজারের বেশি

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭১ হাজার ৫৩১ জন। একই সময়ে এ ভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩৫০ জনের। আর সুস্থ হয়েছেন চার লাখ ৩৬ হাজার ৭১ জন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিসংখ্যানভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬৯ হাজার ৩২৭ জনের। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার ৫২৫ জন। আর এর মধ্যে করোনা থেকে সুস্থ উঠেছেন ২০ কোটি ৯৭ লাখ ৮৬ হাজার ৬৫ জন।

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: করোনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top