• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ওমিক্রন ঠেকাতে অধিকাংশই টিকাই কার্যকর নয়

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ২৩:৩৮

ওমিক্রন ঠেকাতে অধিকাংশই টিকাই কার্যকর নয়

করোনার সংক্রমণ প্রতিরোধে যে টিকাগুলো দেওয়া হচ্ছে তার অধিকাংশই কার্যকর নয় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে। তবে এগুলো গুরুতর অসুস্থতা ঠেকাতে সক্ষম। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

সংবাদমাধ্যমটি প্রতিবেদন অনুযায়ী, বাজারে প্রচলিত টিকাগুলো এখনও ওমিক্রন থেকে গুরুতর অসুস্থতার বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য মাত্রার সুরক্ষা প্রদান করে বলে ধারণা করা হচ্ছে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। কিন্তু শুধুমাত্র ফাইজার ও মডার্নার বুস্টার ডোজ সংক্রমণ বন্ধ করতে সফল বলে জানা গেছে ট্রায়ালে। কিন্তু এই টিকাগুলো পাওয়া যায় না অনেক দেশেই। এদিকে আস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন এবং চীন ও রাশিয়ায় তৈরিসহ অন্যান্য টিকাগুলো ওমিক্রনের বিস্তার বন্ধ করতে কিছুই করতে পারে না।

চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক তাদের উৎপাদিত টিকার প্রায় অর্ধেক বিশ্বব্যাপী সরববরাহ করেছে। এই টিকা দুটি ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষাই দেয় না একদমই। চীনের জনগণ এই দুটি টিকাই পেয়েছে। এর বাইরে মেক্সিকো ও ব্রাজিলের মতো মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ব্যাপক হারে দেওয়া হয়েছে চীনের টিকা দুটি।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top