• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২২

রাজিউর রেহমান | প্রকাশিত: ৯ জুলাই ২০২৩, ১৭:৩১

ছবি: সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলে ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকেই আহত হয়েছেন। শনিবার (৮ জুলাই) দেশটির খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খার্তুম প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারে সেনাবাহিনীর বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন।

অন্যদিকে দেশটির আধাসামরিক বাহিনী পিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এক বিবৃতিতে বলেছে, নিহতের সংখ্যা ৩১জন। এই হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। আধাসেনাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে এই সমস্যার সূত্রপাত। যা থেকে সেনা ও আধাসেনা প্রধানের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সংঘাত শুরু হওয়ার পর রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস। আরএসএফের আধিপত্য বিস্তারের পর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান হামলা শুরু করে সেনাবাহিনী।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গৃহযুদ্ধে এখনো পর্যন্ত ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৯ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন।

২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর সুদানের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। উপনেতা হিসেবে রয়েছেন আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালো।

আগামীতে দেশটি কিভাবে পরিচালিত হবে তা নিয়ে এই দুই নেতার মধ্যে বিরোধ তৈরি হয়। বিশেষ করে দেশটির বেসামরিক শাসনে ফিরে যাওয়ার প্রস্তাবনা নিয়ে তারা ভিন্ন অবস্থান গ্রহণ করেন।

এছাড়া এক লাখ সদস্যের র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা এবং পরে নতুন এই বাহিনীর নেতৃত্বে কে থাকবে সে বিষয়ে দুই জেনারেলের মধ্যে মতবিরোধের জেরে লড়াই শুরু হয়। সূত্র : বিবিসি, সিএনএন

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top