সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


মহারাষ্ট্রে ৪০তলা ভবনের লিফট ছিঁড়ে সাত শ্রমিকের মৃত্যু, ঘটনাটি ঘটলো কিভাবে?

শাকিল খান | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২২

ছবি: সংগৃহীত

মহারাষ্ট্র রাজ্যের থানেতে নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে পড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে পৌনে সাতটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- হারুণ সেখ, মিথিলেশ, রুপেশ কুমার দাস, মেহেন্দ্র চৌপল, সুনীল কুমার দাস, কারিদাস বাকি একজনের এখনও পরিচয় মেলেনি।

লিফটটি যখন ছিঁড়ে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই। লিফটটি ছিঁড়ে ৪০তলা উঁচু ভবনটির ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে ভেঙে পড়ে। ভবনটির নাম রুনওয়াল কমপ্লেক্স।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগেই ৪০ তলার ওই বহুতলটি তৈরি হয়েছে। ওই বহুতলের ছাদে বেশ কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ করেন সাত শ্রমিক। তারপরই লিফট দিয়ে নিচে নামছিলেন তারা। সেই সময়েই ঘটে বিপত্তি।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top