ইসরায়েলি বাধায় গাজায় খাদ্য সরবরাহ বন্ধ, দুর্ভিক্ষের শঙ্কা

Nasir Uddin | প্রকাশিত: ৩ মার্চ ২০২৫, ১৩:০৮

ফাইল ছবি

পবিত্র রমজানের মধ্যেই গাজায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করার পর যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সিদ্ধান্ত নিয়েছেন। রোববার সকাল থেকে গাজায় আর কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করেনি।

এদিকে পণ্য সরবরাহ বন্ধের পরই গাজায় হঠাৎ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। তারা বলেছে, সেখানকার মানুষ ময়দা, রুটি যা পারছে তাই খুঁজছেন। যেন সারাদিন রোজা রাখার পর অন্তত ইফতার করা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য সরবরাহ বন্ধ করায় গাজার মানুষ আবারও না খেয়ে থাকায় শঙ্কায় পড়েছেন। তাদের মধ্যে গতকাল পর্যন্তও কিছুটা আশা ছিল, হয়ত দখলদার ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে। কিন্তু ইসরাইল যেহেতু পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, তাই সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, তারা হয়ত আবারও বর্বর বোমা হামলা চালানো শুরু করবে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুদ্ধবিরতি গাজায় অত্যন্ত প্রয়োজনীয় কিছু স্বস্তি এনেছিল, তবে এটি জনগণের চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট ছিল না। এই নিষেধাজ্ঞা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, এবং বিশ্ব এখন একটি নতুন মানবিক সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

এদিকে ইসরায়েলের সহায়তা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ‘এটি অন্যায় দাবি আদায়ের অস্ত্র’। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম একে ‘একটি বেপরোয়া এবং নিষ্ঠুর গণদণ্ড হিসেবে’ অবিহিত করেছে। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী মিশর বলছে, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইসরায়েলের সহায়তা বন্ধের বিষয়টি অনেকে আইন লঙ্ঘন হিসেবে দেখছেন। জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্ট: আমাদের জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে।

ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল উল্লেখ করে পাঁচটি এনজিও দেশটির সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top