রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

কম্বোডিয়া-থাইল্যান্ড সংঘাতে হস্তক্ষেপ ট্রাম্পের, প্রশ্ন উঠছে মধ্যস্থতা নিয়ে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১১:২১

ছবি: সংগৃহীত

সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ—প্রাণ গেল ৩৩ জনের, বাস্তুচ্যুত হাজারো মানুষ। থাইল্যান্ড আর কম্বোডিয়ার পুরোনো সীমান্ত বিরোধ এখন প্রায় সরাসরি যুদ্ধে পরিণত। এই উত্তপ্ত পরিস্থিতিতেই হঠাৎ হস্তক্ষেপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

ট্রাম্প বলেন: আমি দুই দেশের নেতার সঙ্গে কথা বলেছি। তারা যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছেন। এই বার্তা ট্রাম্প দিয়েছেন স্কটল্যান্ডে তার ব্যক্তিগত গলফ রিসোর্ট থেকে, নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম—ট্রুথ সোশ্যাল-এ।

তবে ট্রাম্প ঠিক কীভাবে এই আলোচনায় যুক্ত হলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। কারণ এক দিন আগেই থাই পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন—তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা প্রয়োজন নেই।

এই অবস্থায় কম্বোডিয়া দিয়েছে শর্তহীন অস্ত্রবিরতির প্রস্তাব, আর মালয়েশিয়াও জানিয়েছে মধ্যস্থতায় আগ্রহ। অন্যদিকে থাই সরকার বলছে—কম্বোডিয়ার পক্ষ থেকে চাই আন্তরিকতার প্রমাণ।

ট্রাম্প সতর্ক করে বলেন—যুদ্ধ চললে যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় আগাতে পারবে না। ১ আগস্ট থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যে ৩৬% কর আরোপের ঘোষণাও দিয়েছেন তিনি।

উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে। কেউ বলছে, ড্রোন নজরদারির কারণে যুদ্ধ; আবার কেউ বলছে—পুরোনো চুক্তি লঙ্ঘন করে খেমার মন্দিরে থাই সেনাদের অগ্রসর হওয়াই মূল কারণ।

সীমান্ত বিরোধের ইতিহাস প্রায় এক শতাব্দী পুরোনো—সূত্র ফরাসি উপনিবেশ আমলে। আজও এর সমাধান হয়নি। শান্তি কি ফিরে আসবে? নাকি এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে?



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top