রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

রাতে নয়, দিনের আলোয় নির্বাচন—সিইসির কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ১৬:৪৯

ছবি: সংগৃহীত

ভোটারদের আস্থা ফিরিয়ে আনা—এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

তিনি বলেন—ভোটারদের বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। আর নির্বাচনকে প্রভাবিত করতে প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ ঠেকাতেও আমরা সতর্ক।

সিইসি আরও জানান—নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমন অভিযান চলবে। কোনো কিছুই রাতে নয়, সবকিছু দিনের আলোতেই হবে। স্বচ্ছতার স্বার্থে—এটাই আমাদের নীতি।

সিইসি স্পষ্ট করে বলেন—আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না হলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top